মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

যে দোয়া পড়বেন শান্তি-নিরাপত্তা লাভের জন্য  

উত্তাল ডেস্কঃ / ২২৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পবিত্র কোরআন ও হাদিসে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত হিসেবে আখ্যা দেয়া হয়েছে। বান্দা মহান আল্লাহর কাছে দোয়া না করলে তিনি রাগান্বিত হন এবং বান্দার ডাকে সাড়া দেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। (সুরা মুমিন: ৬০)”

বিখ্যাত সাহাবি হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, এক ব্যক্তি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললো, হে আল্লাহর রসুল! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার প্রতিপালকের কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে দ্বিতীয় দিন তার কাছে এসে বললো, হে আল্লাহর রসুল! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার প্রভুর কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো।”

অতঃপর তৃতীয় দিন তার কাছে এসে সে একই প্রশ্ন করলো- হে আল্লাহর রসুল! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সফলতা লাভ করলে। (তিরমিজি: ৩৫১২)

প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুয়াফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি।)”

অর্থ: হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করি।

এ দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নাই। (ইবনে মাজাহ: ৩৮৫১)#bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর