বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

রাজধানীর শাহবাগ মোড় অবরোধে এমপিওভুক্ত শিক্ষকরা 

উত্তাল ডেস্ক: / ১১ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বেতন কাঠামোয় বাড়ি ভাতা ২০ শতাংশ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে মুহূর্তেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। শাহবাগের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।.
এ সময় অনেক শিক্ষক রাস্তার মাঝেই বসে পড়েন, কেউ কেউ শুয়ে পড়েন। ফলে পুরো মোড়জুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

গত কয়েকদিন ধরে বেতনভুক্ত শিক্ষকরা বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। ১২ অক্টোবর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করার কথা থাকলেও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার অনুরোধে কিছু সময় অপেক্ষা করেন তারা। পরবর্তীতে বেলা ২টার দিকে শাহবাগ অবরোধে বসেন শিক্ষকরা।.

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক ডেপুটি সেক্রেটারি তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি শিক্ষকদের ‘স্লট আকারে’ বাড়ি ভাতা প্রদানের প্রস্তাব দেন-প্রথমে ৫ শতাংশ, ছয় মাস পর আরও ৫ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু তা প্রত্যাখ্যান করে দেলাওয়ার হোসাইন বলেন, আন্দোলন যে পর্যায়ে গেছে, এখন ১ শতাংশ কম হলেও শিক্ষকরা তা মেনে নেবেন না।bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর