মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

রাস মেলায় আগত পর্যটক নিখোঁজ, সমুদ্র থেকে জীবিত উদ্ধার

মাসুম হাওলাদার : / ১৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রাস মেলায় আগত পর্যটক নিখোঁজ, কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত উদ্ধার

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৪ নভেম্বরমঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি সুমন আহমেদ (২৭), পিতা জোবেদ আলি, গ্রাম-হোসলা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট।

উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর