র্যাবের অভিযান ২টি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার
খুলনা র্যাব-৬ এর সদস্যরা শুক্রবার রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পঞ্চকরন এলাকার মজিদ শরীফের ছেলে মোঃ রাজু শরীফ (৩০) ও একই এলাকার মৃত তাহের আলী শরীফের ছেলে মোঃ ফারুক শরীফ (৩৭)। ৭। এদের নিকট থেকে ২ টি দেশী তৈরী পাইপ গান,১ টি ছোরা,১টি চাইনিজ কুড়াল ও একটি রাম দা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সামছুদ্দীন বলেন , গোপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে উপজেলা পঞ্চকরন নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এখানের জনৈক উজ্জলের মুদিদোকানের পাশ থেকে দুজন কে অস্ত্রসহ গ্রেফতার করে। রাতেই তাদের মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করত মামলা দায়ের করা হয়।#
az












