বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের দিনব্যাপী শিক্ষায় এ আই এর ব্যবহারের উপর কর্মশালা।উত্তাল

বাগেরহাট প্রতিনিধিি: / ৮৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের উদ্যোগে গতকাল দিনব্যাপী শিক্ষায় এ আই এর যথাযথ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলামের ও বিশিষ্ট সমাজ সেবক মো: রফিকুল ইসলাম জগলুর পৃষ্টপোষকতায় লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের উদ্যোগে গতকাল দিনব্যাপী শিক্ষায় এ আই এর যথাযথ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম জগলু। এ সময় আরও উপস্থিত ছিলেন অমৃত মালঙ্গী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম।মুস্তাফিজুর রহমান, মিফতা উদ্দিন, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন উপজেলার একাডেমিক সুপার ভাইজার, বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। কর্মশালায় সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান সহ বাগেরহাটের বিভিন্ন সেক্টরে উন্নয়ন মূলক কাজ করছেন। তাই বাগেরহাটের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণের বিষয়ে বলা হয়। কর্মশালায় সময়োপযোগী আইসিসির এ আই এর মাধ্যমে দৈনন্দিন কাজ কিভাবে সহজ করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা কিভাবে এ আই ব্যবহার করবে এ বিষয়ে বিভিন্ন ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহের কারণে কর্মশালা প্রাণবন্ত হয়। কর্মশালা শেষে শিক্ষকরা বলেন, এই বিষয়ে আমাদের অধিকাংশ শিক্ষকদের ধারণা ছিল না। এই কর্মশালার মাধ্যমে আইসিটির বিষয়ে আমরা একটি নতুন জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছি। এ আই এর ব্যবহার করে আমরা শিক্ষা বিষয়ক সহায়তা পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর