শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

লতিফ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও কর্মশালা অনুষ্ঠিত।উত্তাল

মাসুম হাওলাদার : / ৬৭ বার
আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

এস. এস. সি ও সমমান পরীক্ষা ২০২৫ – এ GPA-5 (Golden A+) প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানে দিকনির্দেশনামূলক কর্মশালা


২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে ও ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য দিকনির্দেশনা দিতে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন
ড ফরিদুল ইসলাম বাবলু ( সাবেক সচিব) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আহবায়ক বাগেরহাট অফিসার্স ফোরাম এবং প্রতিষ্ঠাতা লতিফ মাস্টার ফাউন্ডেশন। উক্ত

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সি পি এ রফিকুল ইসলাম জগলু। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের উপজেলা নির্বাহী অফিসার এসএম মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এ এফ নেসার উদ্দিন এবং সাবেক সচিব ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মোঃ ফরিদুল ইসলাম,
শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি পারভিন,
সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই কৃতি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা দিলে জাতি উপকৃত হবে।

কর্মশালায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি, উচ্চশিক্ষার সুযোগ, পেশা নির্বাচনে করণীয়, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব, আত্মউন্নয়ন ও নেতৃত্ব বিকাশ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস গঠনের কৌশল সম্পর্কেও পরামর্শ প্রদান করা হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত মোট ১০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর