লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল , বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
মঙ্গলবার, (৯ ডিসেম্বর)বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখা-র আয়োজনে এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও মিলাদ মাহফিল এবং দশানী সার্বজনীন পূজা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সি.পি.এ রফিকুল ইসলাম (জুগল)ঝিমি মন্ডল অধ্যক্ষ বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজ,
সহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ও শিক্ষক উপস্থিত ছিলেন
সি.পি.এ রফিকুল ইসলাম (জুগল) তিনি বাগেরহাট জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও দুস্থ পরিবারের মাঝে অনুদান প্রদানের লক্ষ্যে অনুদান ফরম বিতরণ করেন।
এছাড়া ও ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন।














