বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

লতিফ মাস্টার ফাউন্ডেশন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক-পুলিশ সুপার।উত্তাল

মাসুম হাওলাদার: / ৫৭ বার
আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক-পুলিশ সুপার।  চলমান কার্যক্রম এনএসডি ও সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের  কার্যক্রম পরিদর্শনে গতকাল বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে যান নবাগত বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং নবাগত বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী।

এদিন দুপুর বারোটার দিকে ফাউন্ডেশনে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ, এতিমখানার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

পরিদর্শনকালে তারা বেশরগাতী স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাস, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, বায়তুল লতিফ জামে মসজিদ এবং লতিফ মাস্টার লাইব্রেরি ঘুরে দেখেন।

পরে স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রয়াত শিক্ষক লতিফর রহমানের জ্যেষ্ঠপুত্রড. মোঃ ফরিদুল ইসলাম বাবলু সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন।ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সঞ্চালনায়

সভায় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন,গ্রামীণ পর্যায়ে এমন ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের সার্বিক সাফল্য কামনা করেন, তিনি আরো বলেন একইভাবে

 নিয়ম অনুযায়ী নিবন্ধন পাওয়া লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে। জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে মাদকবিরোধী কর্মকাণ্ডে শূন্য সহনশীলতার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও  বিভিন্ন উপজেলার  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি সামাজিক, পেশাজীবী, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর