মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

শরণখোলায় ওয়াইপিএজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ৩৩ বার
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরণখোলা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর মামুন গাজী। সঞ্চালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর কো-অর্ডিনেটর ও সাংবাদিক ইসমাইল হোসেন লিটন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুসা সাঈফি।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল শরণখোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক বাইজীদ ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সদস্য মো. কাইউম, উপজেলা ছাত্রসমাজের সদস্য মো. হাসিব, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার, মুনমুন, সাদিয়া, মীম, সুমাইয়া আক্তার, সুখি আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা।
সভায় উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং তরুণদের সম্পৃক্ত করে আন্তঃধর্মীয় সংলাপ, পিস ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ নানা কর্মসূচি বাস্তবায়নে আগামী ত্রৈমাসিকের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর