সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

শিক্ষার্থীরাই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে:বকুল

খুলনা: / ২৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও পরিবেশ ধ্বংস সমাজের সবচেয়ে বড় শত্র“ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের স্কুল থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থীরাই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে।”
গতকাল বুধবার সকালে খালিশপুর শিল্পাঞ্চলে “সবার আগে খুলনা”র আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য গণসচেতনতামূলক র‌্যালিতে প্রধান অতিথির নেতৃত্ব দেন তিনি। র‌্যালিটি খালিশপুর ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন থেকে শুরু হয়ে পিপলস মোড় অতিক্রম করে খালিশপুর শিশুপার্ক হয়ে ঈদগাহ ময়দানে শেষ হয়। বকুল বলেন, আমরা চাই না আমাদের তরুণ প্রজন্ম মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ে জড়িয়ে পড়–ক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে সামাজিক দায়িত্ববোধ থেকে।”পরিবেশ রক্ষা, সড়ক নিরাপত্তা এবং মানবিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। র‌্যালিতে খালিশপুর থানাধীন ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সভাপতিত্ব করেন শেখ জাহিদুল ইসলাম এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করেন রকিবুল ইসলাম বকুল।”
এ সময় উপস্থিত ছিলেন শেখ জাহিদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুছ আলী, মোঃ শহিদুল ইসলাম, হাসিনা খাতুন, আফরোজা পারভীন, ইসরাত জাহান প্রমুখ। শেষে ঈদগাহ ময়দানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর