সংসদীয় আসন কর্তন করে ৪টির পরিবর্তে ৩টি করার প্রতিবাদ হরতাল

সংসদীয় আসন কর্তন করে ৪টির পরিবর্তে ৩টি করার প্রতিবাদে বাগেরহাট জেলার সর্বত্র শান্তিপূর্ণ প্রতিবাদে
হরতাল ও মহাসড়ক অবরোধ,
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে আজ সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাগেরহাটে হরতাল ও ৫টি মহাসড়ক অবরোধের কর্মসূচি পালিত হচ্ছে। হরতালের সমর্থনে বন্ধ রাখা হয়েছে মাছ, কাঁচাবাজার সহ সকল দোকান পাঠ। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন সহ আঞ্চলিক সড়কপথে চলাচলকারী সকল যানবাহন। সকাল আটটা থেকেই সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের সমর্থনে নেতাকর্মীরা ফকিরহাটের, কাটাখালি, মোল্লাহাট, সাইনবোড, রামপালসহ মোংলা সড়কে অবস্থান নিয়ে যান চলাচান বন্ধ করায় কার্যত সারা দেশ থেকে বাগেরহাট কে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ড. ফরিদুল ইসলাম বাবলু ( সাবেক সচিব) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আহবায়ক বাগেরহাট অফিসার্স ফোরামের তিনি বলেন
জেলার ১টি সংসদীয় আসন কর্তন করে ৪টির পরিবর্তে ৩টি করায় আজ বাগেরহাট জেলার সর্বত্র শান্তিপূর্ণ প্রতিবাদ ও অবরোধ চলছে জা বিকাল চারটায় শেষ হবে।
আজকের কর্মসূচির উদ্দেশ্য আগামীকাল যে শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনে তার পূর্বে বাগেরহাট বাসীর সকল দল মত পেশার চাহিদা এবং মতামত পৌঁছে দেওয়ার জন্য। বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহব্বানে আজকের কর্মসূচি পরিচালিত হচ্ছে।
দাবি আদায় না হওয়ল কর্মসূচি চলবে
আগামীকাল সকাল ৯ টায় ঢাকায় অবস্থানকারী সকল বাগেরহাটবাসী এবং বাগেরহাট থেকে বাগেরহাট বাঁশি সম্ভব তাদের সবাইকে অনুরোধ করছি।
দেশের বাইরে যারা অবস্থান করছেন তারা যে যেখানে আছেন সেখানে সমবেত হয়ে এই আন্দোলনেলপরো স্বপক্ষে জনমাদ গড়ে তুলবেন আশা করছি। নির্বাচন কমিশনের শুনানি শেষ হবার পূর্ব পর্যন্ত অথবা পরিস্থিতি অনুযায়ী সমাবেশ কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেওয়া হবে, এক প্রতিবাদ সভায় তিনি বলেন ।

এর আগে হরতাল ও অপরাধের সমর্থনে শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সকলকে শান্তিপূর্ণভাবে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি আদায়ে আজকের হরতাল ও জেলার ৫টি মহাসড়ক অবরোধ সফল করতে আহ্বান জানান।
জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাতিতে আজ হরতাল ও অবরোধের পাশাপাশি বাগেরহাট জেলা প্রশাসক ও ঢাকায় জাতীয় সংসদ সচিবালয়ের সামনে অবস্থানসহ কর্মসূচী পালিত হচছে। এছাড়া সোমবার একই সময়ে ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালিত হবে।
বাগেরহাটের আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।