বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা বুধবার (৩ সেপ্টেম্বর) শহরের রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলামের পিতা, আলহাজ্ব ডাঃ আঃ হাকিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক কার্যক্রম জোরদারকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল। আলোচনা সভায় অংশ নেন সহ-সভাপতি আজাদ রশিদী ও এম এ ওয়াদুদ। আলোচনা সভায় অংশ নেন অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রিড়া সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য তিশা খানম সহ অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতি মাসুম হাওলাদার বলেন, আমাদের সকল সদস্যদের লেখনী শক্তি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
সভায় ক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম জোরদারকরণ এবং সামাজিক দায়িত্ব পালনে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।