বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

সুন্দরবনের বনদস্যুর আস্তানায় জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

রিপোর্টারের নাম / ২১ বার
আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মুক্তিপনের দাবীতে ১০ দিন জিম্মি রাখা ৪ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। আজ শুক্রবার (০৩ অক্টোবর) ভোর ৫টার দিকে সুন্দরনবনের শিপসা আরবাউনি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কোন দস্যুকে আটক করা সম্ভব হয়নি। আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।’

কোস্টন গার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তিপনের দাবীতে করছে জেলে অপহরণ, মারধর ও মাছ-কাকড়া লুট। সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে এমন গোপন তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। সেই তথ্যের সুত্রধরে ৩ অক্টোবর শুক্রবার ভোর ৫ টার দিকে কোস্ট গার্ড মোংলা ও নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড দস্যুদের আত্মসমর্পণ আহবানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে দস্যুরা তাদের বোট ও জিম্মি জেলেদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড দস্যুদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় মোটা অংকের টাকা মুক্তিপনের দাবীতে অপহরণ করা ৪ জন জেলেকে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার করা হয়। জেলেরা হচ্ছে, মোঃ মফিজুল ইসলাম (৪২), মোঃ হাবিবুর রহমান (৩৭), মোঃ হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। তাদের সকলে বাড়ি খুলনার কয়রা, শ্যামনগর ও দাকোপ উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেরা জানায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে আটক রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো। উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।’

বিসিজিএস তৌহীদ এরনির্বাহী কর্মকর্তা লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, ইলিশ মৌসুম শেষ হওয়ায় বনদস্যুরা বেপরোয়া ভাবে নিরিহ জেলেদের উপর হামলা, মারধর, মাছু লুট সহ মোটা অংকের মুক্তিপনের দাবীতে জেলেদের অপহরণ করছে এমন অভিযোগ আসছে কোস্ট গর্ডের কাছে। ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধার করার জন্য কোস্ট গার্ড তৎপর রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর