রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

সেন্টমার্টিনে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার : / ১৯ বার
আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

শনিবার( ৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত( ৫ সেপ্টেম্বর) শুক্রবার সেন্টমার্টিন এলাকা হতে ”এম ভি সাইমা” নামক ফিশিং বোট ৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় আসলে একজন স্থানীয় জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়া ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর