মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

স্বামীর মৃত্যুর খবর জানিয়ে আলোচিত নারী উদ্যোক্তা তনি লিখলেন,সে আর নাই

উত্তাল ডেস্ক: / ১৫৬ বার
আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সে আর নাই’। স্বামীর মৃত্যুর দুঃসংবাদ ফেসবুকে পোস্ট করে এভাবেই লিখলেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। আরও লিখেছেন, ‘আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে।’

তনির পোস্ট থেকে জানা যায়, মঙ্গলবার ব্যাংককের সময় দিনগত রাত ৩টা ০৩ মিনিটে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্বামী শাহাদাত হোসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।, আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”

আবেগঘন এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ পাক বেহেস্ত নসীব করুন আমীন। তোমাকে আল্লাহ শোক সহ্য করার ক্ষমতা দেক আমি তোমার ভালোবাসাটা ফিল করতাম সব সময় তুমি খুব ভালো থেকো আপু আমীন।”

প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিল। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। যেসবের জবাবও দিয়েছেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস সানভিস বাই তনি-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর