সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

হংকংয়ে অগ্নিকান্ডে নিহত বেড়ে ৭৫, নিখোঁজ ২৭০ জনের বেশি

উত্তাল ডেস্ক: / ২১ বার
আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

হংকংয়ের বেশ কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ছয় দশকের মধ্যে শহরটিতে এটি সবচেয়ে বড় অগ্নিকান্ড বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে চীনের আকাশেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনায় ৫২ থেকে ৬৮ বছর বয়সী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শদাতা। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে কোম্পানিটির দায়িত্বে গুরুতর অবহেলার প্রমাণ মিলেছে।”চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের মধ্যে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো একজন ফায়ার ফাইটারও আছেন।”বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত বৃহৎ আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত হয়। ৩১ তলা উচ্চতার আটটি ভবনের এই কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ জন বাসিন্দা থাকেন, যাদের প্রায় ৪০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
১৯৮৩ সালে নির্মিত এসব ভবনের সংস্কার কাজ চলার সময়ই আগুন লাগে বলে জানা গেছে। সাতটি ব্লক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর