
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর আবারও উৎসবের আমেজে মুখর হলো বাগেরহাট। সোমবার (২৭ অক্টোবর) সকালে স্বাধীনতা উদ্যানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
সকালের দিকে থেকেই জেলার নানা উপজেলা থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। স্বাধীনতা উদ্যান থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয় এক আলোচনা সভার মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবদলের নেতা মো. আবুল হাসান, মো. সুমন পাইক, শেখ জিয়াউর রহমান জিয়া, মো. সাফুল ইসলাম, মো. ইব্রাহিম মোল্লা, মুরাদ চৌধুরী, লায়ন শেখ জিয়াউর রহমান, জাকারিয়া মিলন, মো. সোহাগ হাওলাদার, মো. রাজু মোল্লা, শেখ দেলোয়ার হোসেন, শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কোনো কার্যক্রম করতে পারিনি। নানা প্রতিকূলতা আর রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠনটা অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল। কিন্তু আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে একত্র হয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।