নগরীতে ১৯ হাজার পিস ইয়াবাসহ মোঃ ওমর ফারুক নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ওমর ফারুখ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটির বাসিন্দা মোঃ মশিয়ার রহমানের ছেলে।"
মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমরা জানতে পারি সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহন থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে। "
এ সময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যায়। তার কাছ থাকা একটি ব্যাগ তলাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ তাকে হেফাজতে নেয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তবে সে এ ব্যবসার সাথে জড়িত অনেকের নাম বলেছে তা তদন্তের স্বার্থে বলা সম্ভব নয় বলে জানান তিনি।smk