বাগেরহাটের মোংলা থানা পুলিশ শুক্রবার বিকেলে এক অভিযানে এক কেজি গাজাসহ রাসেল হাওলদার (২৬) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই মোঃ আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে মোংলা ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাসেল শরনখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। এসআই আরিফ জানান, রাসেলের দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাসেল ভ্রাম্যমান মাদক বিক্রেতা। সে ওই গাজা মোংলায় সরবারহ করতে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করাসহ বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। #AZ