বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
Notice :

৭২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি : / ৩৯৩ বার
আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

নওগাঁর বদলগাছী থেকে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন র‌্যাব-৫। মনির হোসেনকে গ্রেফতারের সময় নগদ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ সাদিক। এর আগে গতকাল রাতে উপজেলার চারমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে। মনির হোসেনকে গ্রেফতারের সময় প্রাইভেট কার চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান- গ্রেফতার মনির হোসেন ও পলাতক আসামী আলমগীর চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সরবরাহ করে আসছিলেন। গতকাল তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দ্যেশে অভিনব কায়দায় রওয়ানা হয় এমন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার চারমাথায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট নামে পরিচিত মনিরকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন- মনির গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে করে গাঁজা সরবরাহ করে থাকেন।

গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর