নিরহংকারী, পরোপকারী ও স্পষ্টবাদী সাবেক জনপ্রিয় ছাত্রনেতা, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু সম্প্রতি কোলনে সংক্রমণে ভুগছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।

তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন দৈনিক উত্তাল এর প্রকাশক ও সম্পাদক এবং বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও তার আশু আরোগ্য কামনা করেন।

নেতৃবৃন্দরা বলেন, সিপিএ রফিকুল ইসলাম জগলু দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা মহান আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করেন এবং সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা করেন।