নওগাঁয় বহিরাগতদের দৌরাত্ম্য ও শিক্ষার পরিবেশ বিঘ্নের প্রতিবাদে মানববন্ধন।
নওগাঁ সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ, শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল হক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশে আমাদের শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।” তিনি প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস. এম. মোজাফফর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎ। বক্তব্যে বক্তারা বলেন, একটি নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ বজায় রাখতে হলে বহিরাগতদের দৌরাত্ম্য রোধ করা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাদের দাবির পক্ষে স্লোগান দেন এবং কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।