বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

শার্শায় বিএনপি’র জরুরী কর্মী সমাবেশ, নেতাদের নতুন বার্তা

মনির হোসেন বেনাপোল যশোর: / ৮০ বার
আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

শার্শায় বাগআঁচড়া বিএনপি’র জরুরী কর্মী সমাবেশ সংগঠনের গতি সঞ্চার নেতাদের নতুন বার্তা


যশোরের শার্শায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ
সংগঠনের গতি সঞ্চার নেতাদের নতুন বার্তা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে ৫টার সমায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু ও সঞ্চালন করেন একই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, মফিকুল হাসান তৃপ্তি, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি।

কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক তাজউদ্দীন, কুদ্দুস আলী বিশ্বাস, প্রভাষক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। বিএনপি’র জরুরী কর্মী সমাবেশ সংগঠনের গতি সঞ্চার নেতাদের নতুন বার্তা, @আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।#



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর