সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

 পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি: / ৩৭ বার
আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের চিতলমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক তানভির আহম্মেদ মোল্লা (১৬) ও আজগর শেখ (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ ও সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক আজগর শেখ মারা যায়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়।

অপরদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিকাপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত আজগর শেখ কে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান অবস্থার অবনতি হলেও রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আজগর মারা যায়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় বলেন, হাসপাতালে আনার আগেই তানভির আহম্মেদ মোল্লা এবং আজগর শেখ কে আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখা আজ সকালে তার মৃত্যু হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে। কোন পরিবারে পক্ষ থেকেই কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর