বাগেরহাটে
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।
ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা নির্বাচন অফিসগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব দূর্গা পূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে আমরা হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা নির্বাচন অফিস ঘেরাও করেছি। দুপুর পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে। বুধবারও একইভাবে সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে।।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা সেক্রেটারি ও কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা খাদেম নেয়ামুল নাছির আলাপ, শাহেদ আলী রবি, মাহাবুবুর রহমান টুটুল, সরদার লিয়াকত আলীসহ সর্বদলীয় কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, বুধবারও একইভাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি।##