বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনি শেখসহ দুইজন গ্রেফতার
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ ও তার সহযোগী রাসেল হোসেনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) ভোর রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ফকিরহাট উপজেলার বারাশিয়া (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই মনির হোসেন, এসআই স্নেহাশিস দাশ, এসআই বিপ্লব রায়, এএসআই মাফুজুর রহমান, এএসআই মাহাতাব উদ্দিন ও এএসআই সেলিমসহ ডিবির একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতরা হলেন মনির শেখ মনি শেখ (৪৬), পিতা মৃত আব্দুল হামিদ শেখ, গ্রাম বারাশিয়া (মধ্যপাড়া), এবং তার সহযোগী মো. রাসেল হোসেন (৩৫), পিতা মো. রাজ্জাক হোসেন, গ্রাম আট্টাকী, উভয়ের ঠিকানা ফকিরহাট উপজেলা, বাগেরহাট।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ছাদের উপর থেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় তিন লাখ টাকা), মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা (মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা) জব্দ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা (নং-০৭, তারিখ-১১/১০/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মনির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।##