পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের দুধরাজ খালে অভিযান চালিয়ে মাছ ধরারত অবস্থায় তাদেরকে আটক করেন শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১ এর সদস্যরা। পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন লিটন মাতুব্বর (৪৫), তাইজুল ইসলাম (১৮) আ. খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ও সোনাতলা গ্রামে।
এসময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে দুটি নৌকা, দুটি মাছ ধরা জাল, জেলেদের আহরিত এক মণ গলদা চিংড়ি ও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ। জব্দকৃত মাছের বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
বনবিভাগ জানায়, কচিখালী অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় এক দল জেলে গোপনে মাছ শিকার করছেন, এমন সংবাদ পেয়ে স্মার্ট টিম-১ এর টিম লিডার দিলিপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান পরিচালনা করেন। এসময় জেলে দলের নেতা লিটন মাতুব্বরসহ চার জনকে আটক করা হয়।
এব্যাপারে পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলে বা বনজীবীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব এলাকায় প্রবেশরোধ এবং বন অপরাধ নিয়ন্ত্রণে একাধিক স্মার্ট টিম কাজ করছে। এছাড়া নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। # bp