বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
Notice :

নওগাঁয় আশার শীতবস্ত্র হস্তান্তর

নওগাঁ প্রতিনিধি: / ১১৩ বার
আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

: চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেছে আশা-নওগাঁ জেলা। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে সারা দেশব্যাপী প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে। তারই  ধারাবাহিকতায় চলতি বছরও কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে আশা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট শীতবস্ত্র হিসেবে চারশতটি কম্বল তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশা-নওগাঁর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার টি.এম আব্দুল হালিম, ডিস্ট্রিক ম্যানেজার (মহাদেবপুর) মতিয়ার রহমান, আশা-নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, সিনিয়র রিজিওনাল  ম্যানেজার (এগ্রি ও বিশেষ) মোঃ সাইফুদ্দিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার এনামুল হক ,নওগাঁ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মানিক আলী, মোঃ আতিকুর রহমান, এবিএম কম সিও মোঃ আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এমন উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান। আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন তিনি। পাশাপাশি এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শও দেন জেলা প্রশাসক। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর