বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
Notice :

স্পিনারদের দাপুটে স্পেলে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : / ১১৫ বার
আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কারো ব্যাটেই আসেনি বলার মতো রান। জ্যোতির ৬৮ রানের পর বিশের বেশি রান করেছেন কেবল সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোর গেল ১৮৪ পর্যন্ত। কিন্তু দিনশেষে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে এটাই হলো যথেষ্ট।”

নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।”

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

শুরু থেকেই উইন্ডিজ নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লের পুরোটা জুড়েই রানরেট ছিল ৪ এর নিচে। তবে টাইগ্রেসদের ইনিংসে ৩০ পেরুনো জুটি ছিল ৩টি। যার একটি ছিল প্রথম উইকেটেই। এরপরেই দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন জ্যোতি।”

পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন জ্যোতি। পুরো সময়ে লড়ে গিয়েছেন তিনিই। নবম উইকেটে আউট হওয়ার আগে করেছেন ৬৮ রান। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে স্বর্ণা ছাড়া আর কেউই ডাবল ডিজিটের ঘরে যেতে পারেননি।

ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও বোলিং ইনিংসে বাংলাদেশ ছিল দুর্দান্ত। উইন্ডিজ ইনিংসের কাউকেই সে অর্থে দাঁড়াতে দেয়নি টাইগ্রেসরা। শেমেইন ক্যাম্পবেলের ২৮ রানই ছিল স্বাগতিকদের জন্য সর্বোচ্চ। অধিনায়ক হেইলি ম্যাথিউস ফিরেছেন ১৬ রান করে।”

শেষদিকে শেরি অ্যান-ফ্রেজার এবং কারিশমা রামহারাকের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৮ এবং ১৩ রানের ইনিংস। যদিও সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।”

এই ম্যাচে জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল।”

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে কিউই নারীদের। শুক্রবারে রাতে হবে সেই ম্যাচ।smk

:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর