ফকিরহাট রাস্তায় প্রান গেল বৃদ্ধ ভ্যান চালকের ।দৈনিক উত্তাল

বাগেরহাটের ফকিরহাট রাস্তায়
প্রান গেল বৃদ্ধ ভ্যান চালকের
আজাদুল হক. বাগেরহাট ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলাধিন লখপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি
বেপরোয়া মটরসাইকেল চাপায় সোনা ফকির (৭০) নামের একজন বৃদ্ধ
ভ্যান চালক নিহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের আগ
মুহুর্তে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা রুপসার দিক থেকে কাটাখালি
গামী একটি মটর সাইকেল বেপরোয়াভাবে চালিয়ে এসে লখপুর
বাসষ্ট্যাান্ড এলাকায় দাড়িয়ে থাকা ব্যাটারি চালিত একটি ভ্যানকে
চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সোনা ফকিরের মৃত্যু হয়। নিহত
সোনা ফকির ওই এলাকারই বাসিন্দা। এ সময় মটরসাইকেল চালক ও ভ্যানে
থাকা একজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া
সেলের পুলিশ পরিদর্শক কাজী শহিদুজ্জামান জানান, মটরসাইলে চাপায়
নিহত ভ্যান সোনা ফকিরের মৃতদেহ তার স্বজনরা বাড়ীতে নিয়ে গেছে।
আর আহত মটরসাইকেল চালক ও ভ্যান যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে ভর্ত্তি করেছে স্থানীয়রা। আহতদের নাম পরিচয় জানা
যায়নি।#