মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ইসরায়েলি তান্ডব : গাজায় প্রতিদিন ২৭ শিশু নিহত হচ্ছে, এতিম হয়েছে ৩৯০০০ জন

উত্তাল ডেস্কঃ / ১৯১ বার
আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ২৭ জন শিশু মারা যাচ্ছে। সেই সঙ্গে যুদ্ধের ফলে গাজার ৩৯০০০ শিশু এতিম হয়েছে। ফিলিস্তিনে ইউনিসেফের একজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। খবর তাস’র”
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইউনিসেফের প্রতিনিধি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর-কিশোরীর সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।”

ইউনিসেফের তথ্য অনুসারে, বর্তমানে গাজায় অন্তত ১৬,০০০ ফিলিস্তিনিকে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন। জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন-এমন লোকদের মধ্যে ৪০০০ শিশু রয়েছে।

জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় গণহত্যা শুরু করে এবং আক্রমণের তীব্রতা বাড়ায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মৃতের সংখ্যা ৫১,০৬৫ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১৬,৫০৫ জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর