সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
Notice :

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতী। উত্তাল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : / ২৯ বার
আপডেট সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নওগাঁয় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতী

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর ২ দফা দাবী বাস্তবায়নে নওগাঁয় কর্মবিরতী পালন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত (২ ঘন্টা) জেলা দায়রা জজের নিচ তলায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুল হাসান শুভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও বিভাগীয় সমন্বয়ক হারুন অর রশিদ রানা, খন্দকার রেজোয়ান ও মোত্তাকিম রানা সহ অন্যরা। এসময় আদালতের সকল কর্মচারী এ কর্মসূচীতে অংশ নেয়। ২ ঘন্টা সকল কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তীতে পড়তে হয় আদালতে সেবা নিতে আসা মানুষদের।

বক্তারা বলেন- পূর্ব ঘোষিত কর্মসূচী ২ দফা দাবী বাস্তবায়নে কর্মবিরতী পালন করা হয়। বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদ-পদবি ও বেতন গ্রেড হালনাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণের ভাগ্যের কোনো উন্নতি নেই। পদোন্নতির ধারা উন্মোচনসহ নতুন পদ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীগণের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮/৪০ বছর চাকুরী করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনো ভাবেই কাম্য নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ, আর সেখানেই বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণ সবচেয়ে বেশি অবহেলিত ও নিষ্পেষিত। এমন পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম। দুই দফা দাবী বাস্তবায়নে সরকারে সুদৃষ্টি কামনা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক ক্লিকে বিভাগের খবর