বাগেরহাটে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি।।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর ২ দফা দাবী বাস্তবায়নে বাগেরহাটে কর্মবিরতী পালন করা হয়েছে।
দুই দফা দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগেরহাটে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বাগেরহাট আদালতে চত্তরে দুই ঘণ্টা কর্মবিরতির পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের বাগেরহাটের সভাপতি অমিত রায়, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দুই দফা দাবীর মধ্যে রয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
বক্তারা জানান, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় ও অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে এক থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে ১২ তম গ্রেটভুক্ত করা । বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পথ সৃজনপূর্বক পদোন্নতির সুযোগ সুবিধা পেতে স্বতন্ত্র নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে।।