বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে বড় ভাইয়ের বিরুদ্ধে রাস্তা কেটে পুকুর খনন করার অভিযোগ এনে
সংবাদ সম্মেলন করেছে আপন ছোট ভাই আয়কর আইনজীবী শেখ মনিরুজ্জামান।
মঙ্গলবার (০৬ মে) দুপুবে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরে শেখ মনিরুজ্জামান বলেন, বাগেরহাট
পৌর সভার ৬ নং ওয়ার্ডের -রেলরোড, বাইবাস সড়ক আমার ৪ তলা বিল্ডিং রহিয়াছে
যাহাতে দুইরুজ বিশিষ্ট ৭টি ইউনিটে ভাড়ানিয়াগণ রহিয়াছে। আমরা ৪ ভাই ও ৩
বোন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি এজমালী ভোগ দখল
করিতেছি। আমায় বিল্ডিং এ ২৮ জন লোক বসবাস করে। আমাদের এজমালী সম্পত্তিতে
আমার সেজে ভাই নুরুল আলম শাহাদাত আমি সহ অপরাপর শরীকদারগণদের না জানাইয়া
চলা চলের পথ সহ ৪তলা ও ২ তলা বিল্ডিং সীমানা সংলগ্ন ভূমিতে জোব পুকুর
নির্মাণ কার্য পরিচালনা করিতেছে ফলে আমার ৪তলা বিল্ডিং এবং আমার জ্যেষ্ঠ
ভ্রাতার ২ তলা বিল্ডিং এ বসবাসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ও বাড়ীতে প্রবেশের
রাস্তা কাটিয়া পুকুর খনন করায় বাড়ীতে ১০ টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আমার পরিবারসহ আমাদের অন্যান্য শরীকদার ও ভাড়াটিয়াগণদের
জীবন ও সম্পত্তি র¶ার্থে এগিয়ে এসে উক্ত নূরুল আলম শাহাদাতকে এসব জঘন্যতম
কাজ হইতে বিরত রাখার ব্যবস্থা করে এবং আমাকে সঠিক বিচারের দাবি জানান।#