বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে বাসের কাউন্টারকে জরিমানা।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ২৭৭ বার
আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

বাগেরহাটে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে বাসের কাউন্টারকে জরিমানা।

কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন ও বিআরটিএ, বাগেরহাট এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বলেশ্বর পরিবহণকে ৮হাজার টাকা জরিমানা করা হয় । মোবাইল কোর্টের নেতৃত্বে দেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল। উক্ত মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, বাগেরহাট, সবুজ আহমেদ, পেশকার ও পুলিশ বিভাগ,

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে বলেশ্বর পরিবহন নামের যাত্রীবাহী বাসের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এছাড়া এদিন অন্যান্য পরিবহন কাউন্টারেও অভিযান চালানো হয় এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ নির্ধারিত ভাড়া গ্রহনের জন্য বলা হয়। যাত্রীদেরকেও বিআরটিএ‘র নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার অনুরোধ করেন অভিযানকারীরা। বাগেরহাট থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৭১০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১১শ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর