শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি

উত্তাল ডেস্ক: / ৬৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জাতীয় সংসদের কোনো আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হবে শুধু সেসব (এক বা একাধিক) কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল করার ক্ষমতা ছিল ইসির। কোনো সংসদীয় আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ছিল না তাদের। এখন পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে।

সরকার ইসিকে এই বিষয়ে আগের ক্ষমতা ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোট বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির দায়ে আমাদের শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। আশা করছি সরকার আমাদের পূর্বের এই ক্ষমতা ফিরিয়ে দেবে।

এর আগে ১৯ মে ২০২৩ সালে ইসিকে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা না দিয়ে জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বর্তমানে এই আইনের সংশোধন চায় সরকার।

এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে কেন্দ্র নয়, পুরো আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনারকে ফিরিয়ে দিতে আইনের দিকটা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। SN


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর