বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: / ৫৫ বার
আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের পূর্ব উপকূলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। 

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে প্রায় ১৭৭ কিলোমিটার দূরে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি সংস্থা নিশ্চিত করেছে, ভূমিকম্পটি সুনামির আশঙ্কা সৃষ্টি করেনি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন। ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ যায় ২২০০ জনের বেশি মানুষের।

সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামি, যেখানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। ‍SN


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর