পিতা মাতার উপর অভিমান করে শিশুর আত্মহত্যা।উত্তাল

বাগেরহাটে গলায় ফাঁস
দিয়ে শিশুর মৃত্যু, বাগেরহাট।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর উৎকুল এলাকায় পিতা-মাতার উপর
অভিমান করে শেখ হোসাইন (১২) নামের এক শিশু গলায় ফাঁস লাগিয়ে
আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শিশুটির নিজ
বাড়ীতে। জানাগেছে, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল এলাকার
শেখ জাহিদুল ইসলামের স্কুল পড়–য়া ছেলে শেখ হোসাইন পড়াশুনা নিয়ে
পিতা-মাতার উপর অভিমান করে শনিবার সন্ধ্যায় সবার অজান্তে বসতঘরের
আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকেরা দেখতে
পেয়ে তাকে দ্রæত নামিয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের
নিয়ে যায়। এখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন
এবং থানা পুলিশ কে অবহিত করে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের
পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ সালাউদ্দিন জানান, ঘটনা সদর
উপজেলা যাত্রাপুর উৎকুল এলাকায় হলেও ভিকটিম কে ফকিরহাট
স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্ত্তি করা এবং এখানে মৃত্যু ঘোষনা করা হয়।
যেহেতু অপমৃত্যু, ফলে স্বাস্থ্যকমপ্লেক্্র ফকিরহাট থানাকে অবহিত
করেছে। পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরবর্ত্তি
আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি
অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az