রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুম হাওলাদার: / ৯৪ বার
আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ সচিবালয়ের সাবেক সচিব মোহাম্মদ মসিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সদর থানার অফিসার্স ইনচার্জ মো: মাহমুদ উল হাসান। এছাড়াও বিভিন্নি সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার।

দিনব্যাপী আয়োজনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিকেলে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড লালন এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর