বাগেরহাট কলেজিয়েট স্কুলে অভিভাবকদের আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান উন্নয়নে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্কুল হলরুমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তার। সার্বিক পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
সভায় শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতি নিয়ে মতামত দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটের উপ-পরিচালক শামসুন নাহার, বাগেরহাট সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল-হাসান, অভিভাবক জায়েদা খাতুন নিপা এবং স্কুলের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-অভিভাবকবৃন্দ।
আলোচনায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।