বাগেরহাট পর্যটন ফোরামের সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন।উত্তাল

বাগেরহাট পর্যটন ফোরামের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন।
“বাগেরহাট পর্যটন ফোরাম” এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ আজ ২০ সেপ্টেম্বর শনিবার বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাগেরহাট পর্যটন ফোরামের সহ-সভাপতি খন্দকার আকমল উদ্দিনের সভাপতিত্বে বাগেরহাট জেলার বিভিন্ন পর্যটনসেবা প্রতিষ্ঠান প্রতিনিধিরা এতে অংশ নেন। সভায় বাগেরহাটের পর্যটনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। বাগেরহাটের পর্যটন কার্যক্রমকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে সুন্দরবন ট্যুরিস্ট ক্লাবের শেখ মোঃ আবদুল্লাহ বনি কে সভাপতি ও পথিক ট্রাভেলসের জাকারিয়া হোসাইন শাওন কে সাধারণ সম্পাদক মনোনীত করে তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি- হজ্জ্ব এজেন্সী টপকন ওভারসীজের খন্দকার আকমল উদ্দিন সাখি, হ্যারিটেজ ট্যুরিজমের সেখ সাকির হোসেন, খানজাহানিয়া গণবিদ্যালয় পিকনিক কর্ণারের কে.এম কামরুজ্জামান টুকু, যুগ্ম সম্পাদক-শরণখোলার রায়েন্দা ইকো ট্যুরিজমের এড.আব্দুল্লাহ আল আমিন সুমন, মংলার বাদাবন ইকো কটেজের লিটন জোমাদ্দার, ট্রেজারার- ট্রাভেলার বন্ধুর মেহেদী হাসান, নির্বাহী সদস্য- সুন্দরবন রিসোর্টের ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ম্যানগ্রোভ ট্যুরিজমের তকদীর আবিদ পনি, প্রত্ন পর্যটন গবেষক সুব্রত কুমার মুখার্জি, আলাপন ট্যুর ম্যানেজমেন্টের শেখ আল আমিন, ইসেন্ট ট্যুরিজমের নওরোজ আজীম খান প্রিন্স, নারী পর্যটক সুমনা হক বৃষ্টি ও ট্যুরিস্ট গাইড কানিজ ফাতেমা ঐশী। সভায় ফোরামের উপদেষ্টা মনোনীত হয়েছেন এস এন ট্রাভেলসের জনাব এম এ সালাম, এভারগ্রিন রিসোর্ট এন্ড বার্ড পার্ক লিমিটেডের জনাব মোঃ ফজলুল করিম।

সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।