মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী

মাসুম হাওলাদার : / ২৪ বার
আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে:

“প্রান্তিক পর্যায়ের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ”

—-বাগেরহাটে উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন ঘরে বসেই উচ্চশিক্ষা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই বাউবি কাজ করছে। বাগেরহাটের শরণখোলায় উপ-আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: জয়নুদ্দিন, বাগেরহাট জেলা পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান এবং সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাটের অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ উদ্যোগ কেবল শরণখোলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে শিক্ষা সবচেয়ে বড় শক্তি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছি, যেখানে বয়স, পেশা বা ভৌগোলিক অবস্থান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্র শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, বরং তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই কেন্দ্র থেকে গবেষণা, প্রশিক্ষণ ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।

শরণখোলা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ও উদ্বোধনী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নান্না মিয়া হাওলাদার, সুপার ওবায়দুল হক সেলিম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর