বাগেরহাটে ৪ লক্ষ ১২ হাজার শিশুকে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

বাগেরহাট জেলায় ৪ লক্ষ ১২ হাজার শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় বাগেরহাট জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিকগণের অংশগ্রহণে Typhoid Vaccination বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা জেলা তথ্য অফিস, বাগেরহাট এর আয়োজনে (২৪ সেপ্টেম্বর,) বুধবার বাগেরহাট প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফায়জুল হক, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান,উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, কর্মশালা সঞ্চালনা করেন বাগেরহাট সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার,
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম। ও Typhoid Vaccination বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌর এলাকায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টাইফয়েড টিকা পাবে। বাগেরহাট জেলায় ৪ লক্ষ ১২ হাজার শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।