বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

উত্তাল ডেস্ক: / ২০ বার
আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত ও দু’জন আহত হয়েছেন।”

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও নিহত শিশু সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।”

আহতরা হলেন হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সফিপুর থেকে নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটি দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিম মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, “সিএনজি ও ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর