সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলেকে চেক প্রদান করলেন বন বিভাগ
পূর্ব সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা পেলেন।
সোমবার সকালে পূর্ব সুন্দরবনের বিভাগের ডিএফও ক্ষতিগ্রস্ত সাইফুল জমাদ্দারকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
ক্ষতিগ্রস্ত জেলে টাকা পেয়ে বন বিভাগের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়,বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে জেলে সাইফুল জমাদ্দার ২০২৪ সালের ৭ অক্টোবর স্থানীয় পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন।
এ সময় অন্য জেলেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পরে সাইফুল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুসারে ক্ষতিপূরণের এক লাখ টাকার চেক জেলে সাইফুল জমাদ্দারকে আজ হস্তান্তর করা হয়েছে।##












