বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান।উত্তাল

মাসুম হাওলাদার : / ৪৯ বার
আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান।

বাগেরহাটে চিতলমারি উপজেলা বাজারে ব্যক্তিগত ও সার্বজনীনভাবে সম্মিলিত উদ্যোগে পাচ থেকে ছয়টি পূজা মন্ডপে মহা সমরহে পাঁচ দিনব্যাপী কালীপূজা, মেলা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে শ্যামা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমগম ঘটবে। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, পিরোজপুর, খুলনাসহ নানা স্থান থেকে শত শত ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এই অনুষ্ঠান পরিদর্শন করেছেন। সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে হিন্দু মুসলমান ও স্থানীয় রাজনৈতিক নেতারা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে থাকেন। আয়োজকরা জানালেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই পূজা উদযাপিত হচ্ছে, কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।

পূজা অর্চনা, ধর্মী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানারকম বিনোদনে সাজানো হয়েছে পাঁচ দিনের অনুষ্ঠানকে। বুধবার (২২ শে অক্টোবর) বলেন

শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কৃষ্ণ সাহা বাদল বললেন ‘আমরা নিজস্ব অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, বেশ কিছুদিন হলো আমরা পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি, এখানে বাগেরহাট সহ পার্শ্ববর্তী জেলা গুলি থেকে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চিতলমারী উপজেলা সদস্য সচিব অনুপম সাহা বলেন
হিন্দু মুসলমান সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে আমরা কাজ করে থাকি।
এবং চিতলমারী উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সার্বিক সহযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর