সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

দুইশ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

উত্তাল ডেস্ক: / ৫৭ বার
আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। গত কাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—উত্তর ঝিকরহাটির মৃত মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) ও মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। তবে অভিযানের সময় একই এলাকার এনামুল দর্জি ও সুমন দর্জি নামের আরও দুজন মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে মাদক বিক্রির জন্য নান্নু দর্জির বাড়িতে অবস্থান করছিল কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদারীপুরসহ আশপাশের এলাকায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পলাতক এনামুল দর্জির বিরুদ্ধে অন্তত ৯টি মাদক মামলা আছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।# bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর