সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

হযরত শাহজালালে অগ্নিকাণ্ডের অব্যবস্থাপনা তদন্তে ৪ দেশকে আমন্ত্রণ

ঢাকা অফিস: / ৩০ বার
আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।,

তিনি বলেন, আমরা এ ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে ইংল্যান্ডকে পরে আরও তিনটি দেশ অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সকল দেশ থেকে বিশেষজ্ঞ টিম আসবে এবং তারা তদন্ত করবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

তিনি আরও বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ফেল করেনি। তারা যদি ফেল করতো তাহলে আগুন নেভালো কি করে! তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো।

বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের টিম থাকার পরও পাঁচ মিনিটের মধ্যে আসতে পারলো না কেন এ প্রশ্নে বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই। বিমানবন্দরের ভেতরে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ৪ মিনিটের মাথায় সেখানে এসেছে। ফায়ার ব্রিগেডের অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে চলে এসেছে। অন্য টিমগুলো একটু দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে; যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।,

এ সময় তিনি প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে বলেন, আপনারা জানেন আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পদে পদে কষ্ট হয়। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট এর ফি কীভাবে কমানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা হয়েছে।, এই অগ্নিকাণ্ডে গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলেও জানান তিনি। ‍# smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর