রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই রাজপথে সংগ্রাম করেছে:বকুল

উত্তাল ডেস্ক: / ১৬ বার
আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, “বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই রাজপথে সংগ্রাম করেছে এবং করছে। আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হোকÑযারা জনগণের কাছে জবাবদিহি করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত না হলে কোনো সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। বিএনপি একটি নির্ভেজাল, ভয়মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছেÑযেখানে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো শিশুকে দারিদ্র্যের কারণে আর স্কুলছাড়া হতে হবে না। গতকাল রোববার বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডে “ঈমান ও আকিদা রক্ষায় করণীয়” শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”
বকুল বলেন “আমাদের নেত্রী খালেদা জিয়া চালু করা ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি আবার ফিরিয়ে আনা হবে। শিক্ষা হবে সবার অধিকার, অভিজাত শ্রেণির বিশেষ সুবিধা নয়।

বকুল আরও বলেন, “বিএনপি’র ৩১ দফা কর্মসূচি হচ্ছে আগামী দিনের বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই দফাগুলো শেখ হাসিনার পতনের পরে তৈরি হয়নি; দুই বছর আগেই জনাব তারেক রহমান বাংলাদেশের পুনর্গঠনের পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছিলেন। আজ যারা সংস্কারের কথা বলেন, তাদের ৯০ শতাংশ ধারণাই এসেছে আমাদের ৩১ দফা থেকে।” বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা। খুলনা অঞ্চলের বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করে শিল্পাঞ্চলকে আগের জৌলুসে ফিরিয়ে আনা হবে।

খুলনা-৩ আসনের উন্নয়ন প্রসঙ্গে রকিবুল ইসলাম বকুল বলেন, “এই অঞ্চলে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু একটি আধুনিক জেনারেল হাসপাতাল পর্যন্ত নেই। জনগণের ভোটে যদি আমরা দায়িত্ব পাই, প্রথমেই খুলনা অঞ্চলে একটি আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণ করব।

মাদক প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, “মাদকের ভয়াবহতা আজ প্রতিটি পরিবারকে গ্রাস করছে। প্রশাসন চেষ্টা করলেও মাদক নিয়ন্ত্রণে সফল হয়নি। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। প্রশাসনের সহযোগিতায় আমরা যদি সবাই মিলে মাদকের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে কোনো মাদক ব্যবসায়ী খুলনায় টিকতে পারবে না।” নারীদের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, “আপনারা আপনার সন্তানদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলুন। শিক্ষিত, নৈতিক ও সচেতন নারীই পারে সমাজকে পরিবর্তন করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক রেহেনা ঈসা ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গীস আলী, সদস্য সচিব এড. হালিমা খানম প্রমুখ। সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহবায়ক রুনা বেগম।# smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর