সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বিএনপি কাদের সঙ্গে বৃহৎ জোট গঠন করতে চায়, সালাহউদ্দিন আহমদ জানালেন

উত্তাল ডেস্ক: / ৩৯ বার
আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে দলগুলোর নির্বাচনী জোট গঠন নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি বলছে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় তারা।

আজ সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।”

আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরের রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে।

এ সময় সালাহউদ্দিন বলেন, দেশের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে দলের হাইকমান্ডের মতবিনিময় চলছে। সম্ভাব্য প্রার্থীদের স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে তারুণ্যনির্ভর রাষ্ট্র বিনির্মাণ হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টন্ট জিয়াউর রহমান দেশের যুবকদের পরিশ্রমী, কর্মঠ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের অনেক সফলতার পিছনে যুবদলের রক্তিম ত্যাগ সংগ্রাম রয়েছে।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর